বাঙ্গরা ইউনিয়নটি ১৮৮৫ ইং খ্রিষ্টাব্দে বাঙ্গরা গ্রামের নামানুসারে এই ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়। ১৯১৮ সালে তৎকালীন স্থানীয় জমিদার রায় বাহাদুর রূপেন্দ্র লোচন মজুমদার তৎকালীন জেলা পরিষদের ও জুরি বোর্ডের সদস্য ছিলেন। তিনি ঐ সময়ে প্রায় ৩০,০০০/- টাকা বর্তমান কোম্পানীগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত সড়কটি নির্মানে অর্থ সহায়তা প্রদান করেন । তিনি দাতব্য চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন, ডাক বাংলো ইত্যাদির জন্য জমি দান করেন। অত্র ইউনিয়নটি ঐ সময়ের জন্য মডেল হিসেবে তৈরী করে দিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে তারই বংশধর ১৯৫৪ সালে জমিদার বনকুমার মজুমদার প্রথম এই ইউনিয়নের প্রেসিডেন্ট নিযুক্ত হন। প্রথমে এই ইউনিয়নের সীমানা বর্তমানে বাঙ্গরা পুর্ব ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন নিয়ে ছিল। পরবর্তীতে ১৯৬২ সালে স্থানীয় যোগাযোগ সুবিধা ও প্রশাসনিক নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাঙ্গরা ইউনিয়নটি কে বিভক্ত করে বর্তমান পুর্ব বাঙ্গরা নামে নাম করন করা হয়।
তথ্যসূত্র- জনশ্রুতি ও স্থানীয় অভিমত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস