Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

বাঙ্গরা ইউনিয়নটি ১৮৮৫ ইং খ্রিষ্টাব্দে বাঙ্গরা গ্রামের নামানুসারে এই ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়। ১৯১৮ সালে তৎকালীন স্থানীয় জমিদার রায় বাহাদুর রূপেন্দ্র লোচন মজুমদার তৎকালীন জেলা পরিষদের ও জুরি বোর্ডের সদস্য ছিলেন। তিনি ঐ  সময়ে প্রায় ৩০,০০০/- টাকা বর্তমান কোম্পানীগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত সড়কটি নির্মানে অর্থ সহায়তা প্রদান করেন । তিনি দাতব্য চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন, ডাক বাংলো  ইত্যাদির জন্য জমি দান করেন।  অত্র ইউনিয়নটি ঐ সময়ের জন্য মডেল হিসেবে তৈরী করে দিয়ে গিয়েছিলেন।  পরবর্তীকালে তারই বংশধর ১৯৫৪ সালে জমিদার বনকুমার মজুমদার প্রথম এই ইউনিয়নের প্রেসিডেন্ট নিযুক্ত হন। প্রথমে এই ইউনিয়নের সীমানা বর্তমানে বাঙ্গরা পুর্ব ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন নিয়ে ছিল। পরবর্তীতে ১৯৬২ সালে স্থানীয় যোগাযোগ সুবিধা ও প্রশাসনিক নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাঙ্গরা ইউনিয়নটি কে বিভক্ত করে বর্তমান পুর্ব বাঙ্গরা নামে নাম করন করা হয়।
 

তথ্যসূত্র- জনশ্রুতি ও স্থানীয় অভিমত।